আজ স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সস্বপরিবারে তাকে হত্যা করা হয়। প্রতিবছরই এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
সকালে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করে শিল্পী সমিতি। দুপুর ১টার দিকে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলকে সঙ্গে নিয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা, দিলারা, আলেক জান্ডার বো, মারুফ আকিব, জেসমিন, জয় চৌধুরীসহ চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এর পরে গণভোজের আয়োজন করা হয়। এছাড়া সব সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
Leave a Reply