এ প্রজন্মের অভিনয় শিল্পী সুবর্ণা শিকদার। কাজ করছেন টিভি নাটকে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান একটি একক নাটকের মাধ্যমে। প্রথমে কিছুটা নার্ভাস থাকলেও ততটা সমস্যা হয়নি। সুর্বণা নাটকে একেরপর এক কাজ করে যাচ্ছেন। প্রচার চলতি ধারাবাহিক সঞ্জিত সরকারের ‘চিটিং মাষ্টার’ ও সোহেল তালুকদারের ‘ভেজাইল্লা গ্রাম’। এছাড়াও শেষ করেছেন সোহেল তালুককদারের ‘ফাইস্যা গেছে বাপ বেটা’, সালমান খান ও দেলোয়ার হোসেন দিল’র সাত পর্বের তিনটি ধারাবাহিক নাটকের কাজ।
একক নাটক রয়েছে সহিদ উন নবীর ‘আলাউদ্দিনের ফ্ল্যাট’, সজল সিনহার ‘গ্লোডেন দিগার’, রাহুল রাজের `চেয়ারম্যান’ ও আদিত্য জনির ‘প্রায়শ্চিত্ত’। সবারই মিডিয়া নিয়ে স্বপ্ন থাকে নিজেকে অনেক দূর নিয়ে যাবার। সুবর্ণাও স্বপ্ন দেখছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। স্বপ্ন দেখেন একজন ভালো অভিনেত্রী হবার।
সুবর্ণা জমজমাটকে বলেন, ‘শোবিজে ক্যারিয়ার বেশি দিনের নয় মাত্র দুই বছর হয়েছে কাজ করছি। অল্প দিনে নামিদামি অনেক পরিচালকের কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবন মনে করছি। নায়িকা হিসেবে নয়, নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
Leave a Reply