করোনার শুরু থেকে পুরো ঘরবন্দি সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। দীর্ঘ পাঁচ মাস তিনি বাসা থেকে বের হননি বলে জানান। এই সময়ে ঘরে থেকেই দু’একটি সচেতনতামূলক গানে কন্ঠ দিয়েছেন। তবে এবার সব ভয়কে উপেক্ষা করে আবারো নতুন উদ্যমে কাজে ফিরলেন তিনি। মঙ্গলবার ‘ভালোবাসার গান’ শিরোনামের একটি গানে কন্ঠ দেন তিনি। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন শান। একইসঙ্গে কনার সঙ্গে গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন শান নিজেই।
কাজে ফেরা প্রসঙ্গে কনা বলেন, ‘রেকর্ডের দিনটি আমার কাছে সত্যি অন্যরকম। বাসায় থেকে ক্লান্ত হয়ে পড়েছি। শুধু কাজে ফেরার অপেক্ষায় ছিলাম। দিন গুনেছি কখন কাজে ফিরতে পারবো তার জন্য। অবশেষে দীর্ঘ সময় পর স্টুডিওতে এসে গানে কন্ঠ দিয়ে বেশ ভালো লাগছে।’
গানটি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নাটকের গান। দারুণ রোমান্টিক কিছু কথা ও সুরে এটি করা হয়েছে। প্রথমবারের মতো শানের সঙ্গে নাটেকর জন্য গান করেছি।
শান বলেন, করোনাকালীন সময়ে আমাদের শিল্পীদের সব ধরনের কাজ বন্ধ ছিলো। তবে এভাবে আর কত দিন থাকা যায়। তাই নতুন করে আবার সব শুরু করার চেষ্ট করছি।
Leave a Reply