দুই বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন মুরাদ-হিয়া। বিয়ের পর প্রায়ই নিজেদের মধ্যে মাঝে মাঝে মান-অভিমান হয়। কারণ বিয়ের ৬ মাস যেতেই তারা দেখতে পায় তাদের মধ্যে কি যেন একটা নেই! যা আছে সেটা হলো বিরক্তি। যেমন মুরাদ অন্ধকার না হলে ঘুমাতে পারে না। আর হিয়া অন্ধকারে ভয় পায় সে আলো না থাকলে ঘুমাতে পারে না। মুরাদ ঝাল খেতে পারে না কিন্তু হিয়া ঝাল না হলে খেতে পারে না। মুরাদের পছন্দ খেলা, হিয়ার নেটফ্লিক্স। প্রায় প্রতিদিনই এগুলো নিয়ে হতে থাকে ঝগড়া ঝাটি।
তারপর শুরু হয় শীতলতা। কেউ কোনো কথা খুঁজে পায় না তারা। দিনের পর দিন কথা বলে না মুরাদ-হিয়া। এক সময় দুজন মিলে সিদ্ধান্ত নেয় নতুন কোন কিছু একটা করতে হবে। শুরু হয় অভিযান। জীবনটাকে উপভোগ করার জন্য তারা প্রতিদিন নতুন নতুন চরিত্রে অভিনয় করা শুরু করে। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমনই গল্প নিয়ে অঞ্জন আইচ নির্মাণ করেছেন একক নাটক ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রনা’। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply