চিত্রনায়িকা বিপাশা কবির ও চিত্রনায়ক সাঞ্জু জন দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরলেন। জুটি হয়ে সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তারা। শিরোনাম ‘দ্য নিউ নরমাল’। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। এর আগে ‘জার্নি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করেছেন।
বিপাশা কবির জমজমাটকে বলেন, করোনার কারণে দীর্ঘ দিন সব ধরনের শুটিং থেকে দূরে ছিলাম। ঘরবন্দি থাকলেও প্রতিটি মুহূর্তেই শুটিং খুব মিস করেছি। অবশেষে কাজে ফিরতে পেরে আনন্দ লাগছে। করোনাকালের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। থাকছে দর্শকদের জন্য বার্তা।
সাঞ্জু জন বলেন, ভিন্ন একটি গল্পে কাজ করলাম। করোনাকালের নতুন একটি জার্নির দেখা মিলবে এ গল্পে। নির্মাতা বয়াতি জানান, খুব দ্রুতই বাংলাদেশের প্রথমসারির একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
Leave a Reply