একাধারে দেশের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক। আবার তারকা অভিনেত্রী। তিনিই আবার পুলিশকর্মী। সব মিলিয়ে বর্ণময় জীবন আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রথম নারী পরিচালক সাবা সাহার। তাকে প্রকাশ্যে গুলি করা হলো। রক্তাক্ত সাবা চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময়) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কাবুলের পশ্চিমে শুটিং এর জন্য একটি লোকেশন দেখতে যাচ্ছিলেন এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালানো হয়। এতে তিনি এবং গাড়িতে অবস্থানরত ড্রাইভার ও তাঁর দেহরক্ষীরা আহত হন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নেয়া হয়।
সাবা’র দেহ থেকে গুলি বের করা হলেও রাত নয়টার বিবিসি সংবাদ অনুযায়ী তিনি শঙ্কামুক্ত নন। সাবা সাহা’র বর্তমান অবস্থা সম্পর্কে আফগান কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি আফগানিস্তানের পুলিশ বিভাগে কাজ করছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
Leave a Reply