বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন।
গত শুক্রবার (২০ মে) লন্ডনে ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে সাত পাকে ঘুরেছেন । মায়ের বিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত কণিকার তিন ছেলে-মেয়ে।
ইতোমধ্যে কনিকার বিয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। মেহেদি অনুষ্ঠানের বেশ কিছু ছবি গায়িকা নিজেই শেয়ার করেছেন। মেহেন্দি-সংগীত অনুষ্ঠানে সকলের নজর কেড়েছেন হাসিখুশি কনিকা।এই বিয়েতে উপস্থিত ছিলেন কনিকা ও গৌতমের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দকে বিয়ে করেছিলেন কনিকা। তাদের সংসারে রয়েছে তিন সন্তান আয়না, সামারা এবং যুবরাজ। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের আগলে রেখেছেন এই গায়িকা।
প্রসঙ্গত, ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’সহ বলিউডের বেশ কিছু হিট গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা কনিকা কাপুর।
Leave a Reply