বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। সবাই ভাইজান বলেই ডাকেন তাকে। এরইমধ্যে ভাইজানকে বেনামি চিঠিতে হুমকি দেয়া হয়েছে কয়েক দফা। এসব তথ্য খবরে এসেছে ভারতীয় গণমাধ্যমে। জানা যায়, হুমকির কারণে বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তাও।
এবার জানা গেল, আবারও হুমকি এসেছে সালমান খানের কাছে। শুধু তাকেই নয়, অভিনেতার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।
সালমানের মুম্বাইয়ের বান্দ্রায় সে চিঠি পাওয়া যায়। ফেলে যাওয়া উড়ো চিঠি উদ্ধার করেছেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর এ ঘটনায় আবারও সন্দেহের তীর গ্যাংস্টারদের দিকেই।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন জানা যায়, সালমান খানের বাবা প্রতিদিন সকালে হাঁটার জন্য যেখানে যান এবং যে বেঞ্চে বসেন সেই বেঞ্চে হুমকির চিঠিটি পাওয়া গেছে। চিঠিতে লেখা ছিল, ‘সিধু মুসেওয়ালার মতো অবস্থা হবে।
এদিকে পুলিশ সিসিটিভির ফুটেজ পরিক্ষা করছে। জানার চেষ্টা করছে, কারা এসে রেখে গেছে চিঠিটি।
ভাইজান এর আগেও হুমকির ফোন ও চিঠি পেয়েছিলেন। শোনা যায়, সে ফোন এসেছিলো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর কাছ থেকে। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান কোর্টে যাওয়ার আগে নাকি খুনের হুমকি দিয়েছিল সে।
Leave a Reply