ওয়ালিস অ্যাসোসিয়েটস ও সৈয়দ রুমার উদ্যোগে আজ (২৯ আগষ্ট) অনুষ্ঠিত হচ্ছে ‘মিস্টার এন্ড মিস ফটোজেনিক-২০২০’ এর গ্র্যান্ড ফিনালে। এ প্রতিযোগিতার মাধ্যমে ছেলে ও মেয়ে দুই বিভাগে তিন জন শীর্ষ প্রতিযোগীকে সম্মান জানানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রশিদ ও নানজিবা খান।
আয়োজক ফ্যাশন ডিজাইনার ও গ্রুমিং ইনস্ট্রাক্টর ওয়ালিউদ্দিন আহমেদ জমজমাটকে বলেন, ‘আমরা দশ জন প্রতিযোগীকে বাছাই করেছি। যাদের মধ্যে পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়ে। তাদের মধ্য থেকে তিন জন করে বাছাই করা হবে। শুধুমাত্র শেষ দিনের মার্ক নয় প্রতিযোগীদের পূর্ববর্তী মার্কও বিবেচনায় রাখা হবে। আরেকটি ব্যাপার হলো শেষ কিউতে জামদানী শাড়ী পরে প্রতিযোগীরা হাঁটবে। ক্যাটওয়াকের পাশাপাশি নাচের পর্বও এখানে থাকছে।’
মূল আসরের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা নার্গিস আক্তার, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, আরজে হুমায়ূন কবির নীরব, রাজিয়া সুলতানা ও উদ্যোক্তা জিনিয়া আফরোজ।
Leave a Reply