বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
Uncategorized

পদ্মা সেতুর সব সড়কবাতি ধাপে ধাপে জ্বললো

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২

জমজমাট ডেস্ক

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় একসঙ্গে জ্বলে উঠলো পদ্মা সেতুর সবগুলো সড়কবাতি। পরীক্ষামূলকভাবে জ্বলে উঠলো পদ্মা সেতুর সবগুলো সড়কবাতি। সেতুর মাওয়া প্রান্তে ৬২টি সড়কবাতি জ্বালানো হয়। এর আগে ধাপে ধাপে ৩৫৩টি বাতি প্রজ্বলন করা হয়।

সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মূল সেতুতে ৩২৮টি ও দুই পাশের ৮৭টি সড়কবাতি পরীক্ষামূলক প্রজ্বলন সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক প্রজ্বলন করা হলেও সড়কবাতির পুরোপুরি কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে।

তিনি আরও জানান, সেতুর সবগুলো সড়কবাতি পরীক্ষা করা হচ্ছে। সঠিকভাবে আলো পড়ছে কিনা এবং আলোর অ্যাঙ্গেল ঠিক আছে কিনা দেখা হচ্ছে। অনেকগুলো বাতির অ্যাঙ্গেল ঠিক করতে হবে। সেগুলো ঠিক করে আবারও পরীক্ষা করা হবে। সব কাজ শেষ করতে আরও ৬-৭ দিন সময় লাগবে।

আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কে আরও ২০০টি সড়কবাতি স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালনের কার্যক্রম চলছে।

এর আগে ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম সড়কবাতি বসানোর কাজ শুরু হয়। চলতি বছরের ১৮ এপ্রিল সেতুর ৩৬তম স্প্যানে সবশেষ সড়কবাতি স্থাপনের কাজ শেষ হয়। ৪ জুন সর্বপ্রথম সেতুতে পরীক্ষামূলক সড়কবাতি প্রজ্বলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ