জমজমাট ডেস্ক
বাংলা চলচ্চিত্রের নব্বই দর্শকদশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সম্পর্কের ভাটা পড়ে জায়েদ খানের সাথে। তবে এরপর সেই অভিমানের বরফ গলে ফের একসাথে পথ চলতে শুরু করেন তাঁরা। তবে সেই সম্পর্কের স্থায়িত্ব বেশী দিন হলোনা। গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানি-জায়েদ খানের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমে ওমর সানির দাবি, তিনি ওই অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন। এরপরই জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দেয় তাকে। কিন্তু এসব তথ্য ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন জায়েদ খান। তার দাবি এমন কিছুই ঘটেনি।
বিষয়টি নিয়ে ওমর সানি তার ফেসবুকে সারাসরি কিছু লিখেননি। তবে আজ এক স্ট্যাটাসে এই চিত্রনায়ক লিখেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’ যদিও কি বিষয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন তা লিখেননি। তবে নেটিজেনদের ধারণা, জায়েদ খানের প্রসঙ্গে এ স্ট্যাটাস দিয়েছেন তিনি।
এদিকে ডিপজল বলেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন ও অসত্য।
অন্যদিকে প্রিয়দর্শিনী মৌসুমী এখনো বিষয়টি নিয়ে মুখ খুলেননি।
Leave a Reply