টালিউড অভিনেত্রী পায়েল সরকার। চলচ্চিত্রে পা রাখেন ২০০৪ সালে। অনুরাগ বসু পরিচালিত একটি টেলি-ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু। কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে। টেলিভিশন, বড়পর্দায় ও ওয়েব প্ল্যাটফর্ম তিন মাধ্যমে কাজ করে পেয়েছেন প্রশংসা। ঝড়ের মতো আবির্ভাব হয়েছিল পায়েলের। তিনি নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন কি? এমন এক প্রশ্নের জবাবে পায়েল ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, একটা ইন্ডাস্ট্রিতে ১৩/ ১৪ বছর কাটালাম। আর ইন্ডাস্ট্রির নিয়মেই নতুন মুখ উঠে আসবে। পরিবর্তন হবে। তাই যারা এসব বলে তাদের আর কোনো এক্সপ্ল্যানেশন দেয়ার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না।
নিজের সম্পর্কে সবচেয়ে অবাক করা গসিপ নিয়ে পায়েল বলেছেন, রিসেন্টলি একটা গসিপ শুনলাম, আমি বিয়ে-টিয়ে করে বিদেশে চলে গিয়েছি। আর ছবি করব না। কারো সঙ্গে প্রেম করছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রেম আমার খ্যাত নায়িকা বলেন, একেবারেই কেউ নেই। আরে যদি কাউকে পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশে পাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিও-র মতো কাউকে পাচ্ছি না তো…হাসি)।
Leave a Reply