জমজমাট বিনোদন
মডেল – অভিনেত্রী ছায়াবিনী শিকদার সম্প্রতি দারুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এটি আসন্ন ঈদে অনলাইন প্লাটফর্মে প্রকাশ পাবে। ফোক গানের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা লায়লার গাওয়া ‘বন্ধু তোমায় আলবিদা জানাই’ শীর্ষক গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বলে জানান ছায়াবিনী। গানটির গীতিকার এ. বি শিরিয়া। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।
ছায়াবিনী জানান, জে. এস জিসানের পরিচালনায় নির্মিত এই মিউজিক ভিডিওতে তার বিপরীতে সহমডেল হিসেবে কাজ করেছেন অর্ক। মিউজিক ভিডিওটি B2B ইউটিউব চ্যানেলে এই ঈদে প্রকাশ পাবে। এটি প্রসঙ্গে ছায়াবিনী বলেন, দারুন একটি মিউজিক ভিডিও হয়েছে এটি। আমার বিশ্বাস – অতীতের কাজগুলোর মতো আমার এই নতুন কাজটিও দর্শকদের ভালো লাগবে।
ছায়াবিনী জানান, কোরবানি ঈদে এই মিউজিক ভিডিওটি ছাড়াও তার আরও একটি মিউজিক ভিডিও এবং দুটি নাটক প্রকাশ পাবে। এর মধ্যে একটি নাটকের নাম নিবিড়। এছাড়াও তিনি সম্প্রতি মেন্টাল কলোনি নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।
Leave a Reply