জমজমাট ডেস্ক
ঈদের জন্য নির্মিত হলো রুমা আক্তারের নতুন একটি মৌলিক গান ‘আমি আর যাবোনা তোমার কাছে’।গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী রুমা আক্তার। সুহেল মাহমুদের লেখায় সুর ও সংগীত পরিচালনা করেছেন লিটন দাশ।
গানটি আধুনিক রোমান্টিক ধাঁচের। গানটির প্রথম লাইনটি এমন,”আমি আর যাবোনা তোমার কাছে চাইতে কিছু একটা, এতোদিনে হয়নি পাওয়া করবোনা আর চেষ্টা”
গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন কন্ঠশিল্পী রুমা আক্তার। গানটি ঈদে মধ্যেই তার নিজের rumamusic travels ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
কন্ঠশিল্পী রুমা আক্তার বলেন, গানটি খুবই যত্ন সহকারে করেছি এবং দশর্কদের কাছে গানটি ভালো লাগবে আশা করি। আমার সংগীতের শুরু হয় আমার নানার হাত ধরেই। আমি প্রথম সংগীত শেখা শুরু করি ঠাকুরগাঁও নিক্কণ সংগীত বিদ্যালয় থেকে তারপর ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি থেকে লোকসংগীত নিয়ে চার বছরের কোর্স সম্পন্ন করি। বর্তমানে আমি ঢাকায় সরকারী সংগীত কলেজ থেকে লোকসংগীত নিয়ে অনার্স করছি। আমার স্বপ্ন লোকসংগীত নিয়ে অনেকটা পথ এগোনো,এবং সেই সাথে সকলের দোয়া আশীর্বাদ কামনা করছি।”
Leave a Reply