সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
Uncategorized

লতা মঙ্গেশকরকে গানে গানে স্মরণ করলেন কন্ঠশিল্পী নীলু আহসান

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

জমজমাট ডেস্ক

এ বছরের ৬ ফেব্রুয়ারি প্রয়াত উপমহাদেশ তথা বিশ্বসংগীত দরবারের বরেণ্য শিল্পী লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন দেশের শিল্পী নীলু আহসান। লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় কয়েকটি গান কথা ও সুর ঠিক রেখে গেয়েছেন এই কন্ঠশিল্পী।

কন্ঠশিল্পী নীলু আহসান বলেন, “আমি ছোটবেলা থেকেই লতাজীর গান গেয়ে গেয়ে বড় হয়েছি এবং কন্ঠ ও হৃদয়ে তাঁর গানগুলো ধারণ করার চেষ্টা করেছি।আমি তার একজন বড় ভক্ত। তিনি আমার আইকন। এখনো আমার বিশ্বাস হয় না যে উনি এই পৃথিবীতে আর নেই। তবে, লতাজী তাঁর গানের মাধ্যমে লাখো কোটি মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর একটি ইতিহাস। তাঁর যে গানের ভান্ডার তাতে তিনি একটি সঙ্গীত প্রতিষ্ঠান। সঙ্গীত ভূবনের একটি আদর্শ। অনেক বিশেষণেই তাঁকে বিশেষায়িত করা যায়। তবে তাঁর জন্য আমার মতে মানানসই বিশেষণ হচ্ছে- তিনি একজন খাঁটি সঙ্গীতের মানুষ। যিনি সারাজীবন কেবল গানকে ভালোবেসে কোটি কোটি মানুষকে তাঁর সুরের মুর্ছনায় বিমোহিত করে রেখেছেন।

নীলু আহসানের বাংলা ও হিন্দিসহ প্রায় ২৮৮টি গান ভিডিও আকারে ইউটিউব এ প্রকাশ পেয়েছে। কিছু গানের মডেল হয়েছেন তার স্বামী নাজমুল আহসান। শিল্পীর অধিকাংশ গানের সংগীত পরিচালনা করেছেন আহমেদ ফরিদ। প্রতিটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিনিয়া রুমি।

উল্লেখ্য, নীলু আহসানের আরও অন্তত ৫৫টি গান ইউটিউবে মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ