রঞ্জু সরকার
বাংলা সিনেমার পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে প্রেক্ষাগৃহ। গত ঈদের সিনেমা দিয়ে এক সময়ের প্রেক্ষাগৃহ বিমুখ দর্শক আবারও প্রেক্ষাগৃহমুখী হয়েছেন। এবারের ঈদুল আজহায় মুক্তি পায় তিনটি সিনেমা। ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমা এখনও বিভিন্ন প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। প্রতিদিনই প্রেক্ষাগৃহের প্রায় শো হাউজফুল যাচ্ছে।
জিমিয়ে থাকা ইন্ডাস্ট্রির এই পালাবদলে আনন্দিত প্রেক্ষাগৃহ মালিক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টার। এটি ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচকভাবে দেখছেন সবাই। আর এমন পালাবদলে আনন্দিত ‘পরান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
তিনি বলেন, ‘পরান’ সিনেমা মুক্তি পেয়েছে প্রায় এক মাস হতে চলেছে। এখনও সিনেমাটি হাউজফুল যাচ্ছে। অনেকদিন পর কাল প্রেক্ষাগৃহে গেলাম। এখনো প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ঢল! দর্শকদের চোখেমুখে সেই একই উন্মাদনা, যা পরান মুক্তির প্রথম দিনই দেখেছিলাম! কী যে দারুণ এক ভালোলাগা! আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এই পালাবদলের সাক্ষী হতে পারাটা ভীষণ সৌভাগ্যের। ধন্যবাদ দর্শক। আপনাদের জন্য পরান ভরা ভালোবাসা।
রায়হান রাফি পরিচালিত সিনেমাটি শুরুর দিকে অল্প কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ধীরে ধীরে এর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও। সেই ধারাবাহিকতায় শুক্রবার (৫ আগস্ট) ‘পরান’ মুক্তির পঞ্চম সপ্তাহ শুরু হয়। দীর্ঘদিন পর দেশের কোনো সিনেমা টানা ৫ সপ্তাহ প্রদর্শনীর রেকর্ড গড়ল। এখনো সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
লাইভ টেকনোলজি প্রযোজিত ত্রিভুজ প্রেমের ‘পরান’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির পরিবেশনায় আছে দ্য অভি কথাচিত্র।
Leave a Reply