রঞ্জু সরকার
এ সময়ের অত্যন্ত দর্শকজনপ্রিয় কাহিনী ও চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ নাটক প্রযোজনায় নাম লেখালেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ কবি বাড়ী’। এর মধ্যে প্রতিষ্ঠান থেকে ১১ টি একক নাটক নির্মান করা হচ্ছে। নাট্যকার ফেরারী ফরহাদ নিজের লেখা সেরা ৭ টি গল্প ঈগল, পিক আপ, ডিউটি, বাংলা স্যার, লাভ জার্নি, বাদক, কুলি নির্মান করছেন। বাকি ৪ টা গল্প নাট্যাকার আযম খান লেখা ‘গাধার প্রমোশন’, ‘বাটপার’, ‘প্রিয় ক্যাম্পাস’, ‘বিরাট সমস্যা’।
ফেরারী ফরহাদ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘ঈগল’ নামে একটি একক নাটকের শুটিং রাজশাহীতে চলছে। নাটক গুলি পরিচালা করছেন টিকিট বক্স এন্ড টিম।
কবি বাড়ির কবি বলেন, আমি নিতান্তই ছা-পোষা ভুমিহীন জমিদার। প্রচলিত ধারার প্রযোজক নই। এই যোগ্যতা এবং ক্ষমতা আমার নেই। ইউনিট এর প্রতিটি সদস্যের আন্তরিকতা ও ভালবাসার কারনে এই ১১ টা প্রোডাকশন করা সম্ভব হচ্ছে।
সবার আন্তরিকতা , সততা এবং ভালবাসা থাকলে কবি বাড়ি থেকে এই নির্মাণ এর ধারা অব্যহত থাকবে।
নির্মিত নাটক গুলো টিভি চ্যানেল এবং দেশের প্রথম সারির ইউটিউব চ্যানেল গুলো তে যাবে।
Leave a Reply