রঞ্জু সরকার: অভিনেতা জয় রাজ। ছোট ও বড়পর্দা দুই মাধ্যমেই সমানতালে কাজ করছেন। এরইমধ্যে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জয় রাজ প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন। শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজে তাকে চাঁদাবাজের ভূমিকায় দেখা যাবে।
জয় রাজ জমজমাটকে বলেন, ‘ট্যাম্পু স্টান, বাস স্টানে চাঁদা তুলি। আমাদের সবার বড় ভাই মহর আলী। আমাদের টার্গেট থাকে একজন আরেক জনের পজিশন নিয়ে। পজিশন পাওয়ার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতেও হাত কাপে না। এমন কি বড় ভাই মহর আলীকেও আমরা মেরে ফেলি এবং তার জায়গা দখল করি। চেষ্টা করেছি ভালো ভাবে কাজটি করার। আশা করি দর্শক চরিত্রটি পছন্দ করবে।’
এ অভিনেতার কাছে জানতে চাই টিভি নাটক ও চলচ্চিত্রর সাথে ওয়েব সিরিজের পার্থক্য কি? বলেন, ‘পার্থক্য তো অবশ্যই আছে। টিভি নাটক দর্শক ছোটপর্দায় বা ইউটিউবে দেখে। চলচ্চিত্র বড়পর্দায় কিন্তু ওয়েব সিরিজ দেখতে হয় এ্যাপস’র মাধ্যমে। যে মাধ্যমেই দেখানো হোক না কেন আমরা শিল্পীরা চরিত্র ধারণ করি সেটি দর্শকের মাঝে ফুঁটিয়ে তুলি। শিল্পীদের কাজ হচ্ছে দর্শককে বিনোদিত করা।’
বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক আছে। নাটকের ‘শালীন’ শিল্পীরা ওয়েব সিরিজে ‘অশালীন’। তবে এ অভিনেতা অশ্লীলতাকে পজিটিভ ভাবেই দেখছেন। তিনি মনে করেন কাজ করতে গেলে বিতর্ক থাকবেই। কারণ সবাই জানে ওয়েব সিরিজ মানে খোলামেলা দৃশ্য। তবে হ্যাঁ সেটা সময়ের প্রয়োজনে থাকতেই পারে। যেহেতু ওয়েব সিরিজ এ্যাপস’র মাধ্যমে দেখানো হয় তাই এমন দূশ্য থাকলে সমস্যা নেই। তবে ‘মাফিয়া’ ওয়েব সিরিজে এমন কোন দৃশ্য নেই।
জয় রাজ বলেন, ‘আমার এক ছোট ভাই সে তিন মাস টিভির সামনে বসে না। সে হয়ত ইউটিউবে স্মাট ফোনের মাধ্যমে দেখে নিচ্ছে। আর সময়ের পরিবর্তন মেনে নিতে হবে। এটা আমি খারাপ দৃষ্টিতে দেখছি না।’ আচ্ছা ওয়েব সিরিজ নিয়ে যখন নানান কথা চলছে সেখানে আপনার কাজ করতে ভয় লাগেনি? ‘ভয় পাওয়ার কারণ দেখছি না। কারণ শাহীন সুমনের মতো একজন গুনী নির্মাতা পরিচালনা করছেন। তার দুটি সিনেমায় কাজ করেছি ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’। তার কাজের স্টাইলটা আমি বুঝি যার জন্য ভয় করেনি।’
স্বপ্নের চরিত্র কি? ‘জীবনে তো মানুষের অনেক স্বপ্নই থাকে। আমি চাই প্রতিটি চরিত্র সুন্দরভাবে ফুঁটিয়ে তুলতে। প্রকৃত একজন অভিনেতা হওয়ার জন্য এখনও কাজ শিখছি। আমার একটা স্বপ্ন আছে আমাকে ঘিরে একটা চরিত্র হোক।’
Leave a Reply