গীতকার ও সুরকার রনক রায়হানের জন্মদিন আজ। তবে জন্মদিন ঘিরে নেই কোনো আয়োজন। পারিবারিক ভাবেই জন্মদিন পালন করছেন। জমজমাটকে রনক বলেন, ‘নিজেই জন্মদিনের কথা ভুলে গেছিলাম। ফেসবুকে সবাই উইশ করে মনে করিয়ে দিয়েছে। জন্মদিন ঘিরে কোনো আয়োজন নেই। জন্মদিন আমার কাছে সব সময় স্পেশাল। কাছের মানুষ জন আমাকে সারপ্রাইজ দিয়েছে। বিকালে কাছের মানুষদের নিয়ে কেক কাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করব। করোনার কারণে তো সেভাবে কিছু করা যাবে না তবে কিছু কাছের মানুষদের নিয়ে সময় কাটাবো।’
রনক রায়হানের কথা ও সুরে মুক্তির অপেক্ষায় আছে ‘ভালোবাসার নমুনা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুরভী সুর। সংগীত আয়োজন করেছেন দেবা পাল। মিউজিক মিডিয়া বিডির ইউটিউব চ্যানেলে গানটি শীঘ্রই মুক্তি পাবে।
Leave a Reply