জমজমাট ডেস্ক
বলিউডের সুপারস্টার আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমা ফ্লপ হওয়াতে এক টাকাও পারিশ্রমিক নিলেন তিনি। মুক্তির পর সমালোচনা ও বিতর্কে মুখ থুবড়ে পড়েছে এ সিনেমা। কোনো কোনো সিনেমা হলে প্রদর্শনী বন্ধও হয়ে গেছে।
বক্স অফিসে এই সিনেমা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সিনেমা নিয়ে হয়েছে মামলাও। এতো বিতর্ক ও সমালোচনার তোপে দিগ্বিদিক বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
তাই ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমার জন্য কোনও পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির। সিনেমা তৈরির জন্য খরচ হয়েছিল প্রায় ১৮০ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে মাত্র ৬০ কোটি টাকা পেয়েছে।
এই পরিস্থিতিতে যদি আমির নিজের পারিশ্রমিক নিতেন, তা হলে প্রযোজকের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হত। সেই ক্ষতি পূরণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন কথাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
চার বছর ধরে এই সিনেমা বানিয়েছেন আমির। কিন্তু এই সিনেমা থেকে কানাকড়িও লাভ করেননি তিনি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ১০০ কোটি টাকা লোকসানের ঊর্ধ্বে আমিরের এই পরিশ্রম।
Leave a Reply