রঞ্জু সরকার
বাংলা চলচ্চিত্রের দর্শকজনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। ‘প্রতিদিনের বাংলাদেশ’ নামের নতুন একটি জাতীয় দৈনিকের বিজ্ঞাপনে পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে। সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় চলছে এর চিত্রায়ণ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।
এ প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, এটি একটি পত্রিকার বিজ্ঞাপন। অচিরেই পত্রিকাটি বাজারে আসবে। তারই জন্য বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে। এর আইডিয়াটা চমৎকার। আশা করছি, নতুন এই বিজ্ঞাপনটি প্রচারে আসলে দর্শক পছন্দ করবে।
বিজ্ঞাপনটিতে আরও রয়েছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, বড়দা মিঠু, মাসুম বাশার, ফারুক আহমেদ সহ আরো অনেকে।
নিরব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমা। সেগুলো হলো- অভিনেত্রী রোজিনার ‘ফিরে দেখা’ ও বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’। দুটি সিনেমাই ২০১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। চলতি বছরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা চলছে।
Ronju
Leave a Reply