জমজমাট প্রতিবেদক
অবশেষে ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদারের সিনেমা ‘বিউটি সার্কাস’। এই মধ্যে সিনেমার প্রচারণায় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত ঢুঁ দিচ্ছে পুরো সিনেমাটির টিম।
তারই ধারাবাহিকতায় ‘বিউটি সার্কাস’ টিম যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উপস্থিত থাকবেন সকলে।
বিউটি সার্কাস এর অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে, এদিন বিকেল ৫টায় টিএসসিতে উপস্থিত থাকবেন নির্মাতা ছাড়াও ছবির কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান। এছাড়াও থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, এবিএম সুমন, চিরকুট এর সুমী এবং অ্যাশেজ এর জুনায়েদ ইভান।
সিনেমাটি নিয়ে উপস্থিত দর্শকের সাথে কথা বলবেন জয়া, ফেরদৌস, সুমনরা। সেই সঙ্গে চলচ্চিত্রের প্রকাশিত দুটি গান গেয়ে মাতাবেন সুমী ও ইভান।
সরকারি অনুদান প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘বিউটি সার্কাস’ নিবেদন করেছে বসুন্ধরা গুঁড়া মশলা। সুমী ও ইভান ছাড়াও চলচ্চিত্রটিতে আরও গান গেয়েছেন টুনটুন বাউল।
Leave a Reply