ইফতেখায়রুল ইসলাম ইফতি পেশায় একজন পুলিশ কর্মকর্তা হলেও শখের বশে মাঝেমধ্যেই গান এবং কবিতা আবৃত্তি করেন। সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়েছে তার ‘যেওনা’ শিরোনামের নতুন গান। তানজিব সরোয়ার এর কথা, সুর ও সঙ্গীতে গানটি কন্ঠ দিয়াছেন ইফতেখায়রুল ইসলাম ইফতি। এতে মডেল হয়েছেন আর.জে অপু ও সুমাইয়া খন্দকার তৃষ্ণা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘এটি আমার তৃতীয় মৌলিক গান। মূলত সিডি চয়েসে’র কর্ণধার প্রিয় সোহেল ভাই জোর করে করে গান করান আমাকে। ছোটবেলায় অবশ্য গান শিখতাম। কিন্তু ব্যস্ততার কারণে এখন আর চর্চা নেই। তবে সেই সুপ্ত ইচ্ছাটাই এখন বিকশিত হচ্ছে। আশা করি গানটি শুনলে সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘গানে নিয়মিত না থাকলেও আবৃত্তি করি। একটি ইউটিউব চ্যানেল আছে আমার। সময় পেলে নিজের গাওয়া গান এবং আবৃতি সেখানে আপলোড করি।’
তানজীব সরোয়ার বলেন, ‘এটি এক অন্য রকম অভিজ্ঞতা। ইফতেখায়রুল ইসলাম আমার খুব কাছের বড় ভাই। তিনি আমার সুর ও কথায় চমৎকার ভাবে ‘যেওনা’ গানটি গেয়েছেন। ভিন্ন পেশার মধ্যে থেকেও তিনি নিজের হৃদয়ে সঙ্গীতকে লালল ও ভালবেসে আছেন। আশা করি গানটি সবার মনে জায়গা করে থাকবে।’
Leave a Reply