জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান তার দ্বিতীয় রিমেক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘আমার মনের আকাশে আজ’। গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু। সুর ও সংগীত করেছেন বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান। এ গানটি স্থান পেয়েছিলো ‘প্রেমের প্রতিদান’ ছবিতে। গেয়েছিলেন কুমার শানু।
এবার এ গানটির অফিসিয়াল রিমেক করেছেন ইমরান। এর আগে ’এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছ গানটি রিমেক করেছিলেন এ শিল্পী। সেই গানের ভিডিও থেকে দারুণ সাড়াও পেয়েছিলেন ইমরান। এবার এই গানটির শুটিংয়ে এখন সিলেট রয়েছেন তিনি।
গত দুদিন ধরে গানটির শুটিং চলছে। আর গানটিতে মডেল হিসেবে ইমরানের সঙ্গে রয়েছেন মারিয়া নূনী। ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা। ইমরান বলেন, ‘বেশ ভালো আয়োজনে গানটির শুটিং করছি৷ আমার সাথে এখানে প্রথমবার মডেল হিসেবে কাজ করলো মারিয়া নূনী। মনের মতো কাজ হয়েছে। গানটি উৎসর্গ করছি শেখ সাদী খান স্যারকে। আর খুব তাড়াতাড়ি এ গানটির ভিডিওটি প্রকাশ হবে অনুপম মিউজিকের ব্যানারে।’
Leave a Reply