শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নির্মিতব্য ইউনিসেফের একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞাপনটি নির্মিত হয়।
এটি পরিচালনা করছেন মাহফুজুল হক আশিক। রবিবার রাজধানীর অদূরে পূবাইলে এর দৃশ্য ধারণ হয়। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হচ্ছে বলে রিয়াজ জানিয়েছেন। তিনি বলেন, ‘যে কোনো ইউনিটে কাজ করার আগে আমি প্রথমেই জেনে নেই কী ধরনের সচেতনতা তারা নিয়েছেন। তারপর সেটি আমার জন্য নিরাপদ মনে হলেই তাতে কাজের জন্য সায় দেই। এছাড়া কোনো উপায়ও নেই। করোনাভাইরাসের প্রভাব তো কমছে না। সহজে এটি যাবেও না। এদিকে কাজ বন্ধ করে বসে থাকারও উপায় নেই।’
শিশু স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এ নায়ক বলেন, ‘শিশুদের জন্য ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ খাদ্যপ্রাণ। প্রত্যেক বাবা-মাকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। শুধু ভিটামিন এ-ই নয়, শিশুদের নিয়মিত টিকা দেয়া এবং ক্যাপসুল খাওয়ানোর প্রতি নজর রাখতে হবে। এ বিজ্ঞাপনটিতে কাজ করে খুব ভালো লাগছে। সুরক্ষিত ইউনিট। তাছাড়া শিশুদের জন্য কাজ করে আমিও বেশ আনন্দ পাই।’
Leave a Reply