বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোর-এর নাটক ‘আওরঙ্গজেব’ মঞ্চায়িত হবে।
দীর্ঘ ৬ মাস নাট্যমঞ্চ বন্ধ থাকার পর কোনো নাট্যদলের অধিক সংখ্যক শিল্পী নিয়ে এটাই কোনো নাটকের প্রথম মঞ্চায়ন। নাটকটিতে মোট ২২ জন শিল্পী অভিনয় করেছেন। ঐদিন ‘আওরঙ্গজেব’ নাটকের ৪৫তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, রিগ্যান, সবুক্তগীন শুভ, বিপ্লব, প্রকৃতিসহ আরো অনেকে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও পোশাাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।
Leave a Reply