মার্চের শুরুতে ঢাকায় ‘এই তুমি সেই তুমি’র দুই দিন শুটিং করেছিলেন সারাহ বেগম কবরী। কথা ছিল ১৯ মার্চ থেকে ঢাকার বাইরে শুটিং করবেন। ১৭ মার্চ ঘোষণা আসে লকডাউনের। ঢাকা ছাড়ার আগেই অনির্দিষ্টকালের জন্য বাতিল করতে হয় শুটিং। সরকারি অনুদান পাওয়া ছবিটি কবরী পরিচালিত দ্বিতীয় ছবি। দীর্ঘ বিরতি শেষে অনেকেই এখন ছবির শুটিং শুরু করেছেন। তাই কবরীও আর দেরি করতে চান না। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। চলবে ২৯ সেপ্টেম্বর পযর্ন্ত।
‘এই তুমি সেই তুমি’র নায়ক-নায়িকা রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। আরো দুটি চরিত্রে আছেন কবরী ও সোহেল রানা। নিশাত বলেন, ‘আজ থেকে ছবিটির ফের চিত্রায়ন শুরু হয়েছে। এর আগে আমরা ম্যাডামের বাসায় গ্রুমিং করেছি। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হচ্ছে।’
সালওয়া আরও বলেন, ‘আগামী এক তারিখ থেকে আমার নতুন ছবি ‘বীরত্ব’র ফরিদপুরে শুটিং শুরু হবে। ‘এই তুমি সেই তুমি’র ছবির শুটিং শেষ হতেই ‘বীরত্ব’তে অংশ নিতে হবে। তা নিয়ে বেশ চিন্তিত কারণ মাঝে এক দিন সময় পাবো। এক দিনের মধ্যে নিজেকে চরিত্রটির ভিতরে প্রবেশ করতে হবে। যা কিছুটা চ্যালেঞ্জিং বটে। প্রত্যাশা করছি ভালো কিছু হবে।’
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র শুটিং শেষ করেছেন সালওয়া। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
Leave a Reply