জান্নাতুল ফেরদৌস পিয়া। র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হন তিনি। মূলত এরই মাধ্যমে মিডিয়ায় বিচরণ শুরু। ১৯ দেশের প্রতিযোগীকে হারিয়ে ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ নির্বাচিত হন খুলনার এই মেয়ে। উপস্থাপনা নিয়েই পিয়ার ব্যস্ততা। তবে সুযোগ পেলেই অভিনয় করেন।
এবার ‘পাপ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন পিয়া। যার দৈর্ঘ্য ২০ মিনিট। পরিচালনা করেছেন ইয়াসির জুয়েল। এতে শহরের স্বাধীনতাচেতা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পিয়া। ‘পাপ’ চলচ্চিত্রে পিয়ার বিপরীতে অভিনয় করেছেন ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতার দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন এ কে আজাদ আদর। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা।
রেদওয়ান রনির হাত ধরে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়ার। ‘চোরাবালি’, ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রির্টান’সহ বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। প্রথম বাংলাদেশি মডেল হিসেবে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-এর প্রচ্ছদেও দেখা গেছে পিয়াকে।
Leave a Reply