তরুণ প্রজন্মের কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন। ‘সখি ভালোবাসা কারে কয়’ গানটির মাধ্যমে শ্রোতাদের মন কেড়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি বেশ কিছু গানে সুরও করেছেন। তার বেশ কিছু গান পেয়েছে দর্শকপ্রিয়তা। তবে কখনো সিনেমার গান গাওয়া হয়নি। প্রথমবারের মতো সিনেমার গানে কন্ঠ দিলেন মিলন।
সিনেমার নাম ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। অভিনয়ে আছেন পপি-শিপনসহ আরো অনেকে। ‘রাজকন্যা’ শিরোনামের এ গানটি লিখেছেন রাজু আলীম, সুর ও সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। সম্প্রতি সুজন আরিফের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মিলন।
মিলন জানালেন, সিনেমা একটি বড় ক্যানভাস। সব কণ্ঠশিল্পীরই সিনেমার গান গাওয়ার স্বপ্ন থাকে। তাঁরও ছিল, সেটি পূরণ হলো। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান।
Leave a Reply