রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!

হীরামন্ডি, অতিষ্ট জনগণ ও লন্ডনের পলিটিক্যাল নবাব

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী

কাজের শত ব্যস্ততার মাঝেও রাতে অন্তত নেটফ্লিক্সে একটা সিনেমা, প্রায়শই ফাষ্ট ফরোয়ার্ড করে হলেও দেখে ঘুমোতে যাই। বেশ ক’মাস ধরেই লক্ষ্য করছি, আন্তর্জাতিক এই ওটিটি প্ল্যাটফর্মে নতুন কন্টেন্ট তেমন একটা তোলা হয়না। বরং নতুন যে কন্টেন্টগুলো উঠছে, এর বড় একটা অংশই ভারতীয় সিনেমা কিংবা ওয়েব সিরিজ। গল্পের প্রায় একই ধাঁচের ঘ্যানর-ঘ্যানরের কারণে ভারতীয় এসব কন্টেন্ট আমায় টানেনা একদম। কিন্তু গতরাতে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজটা ফাষ্ট ফরওয়ার্ড করে দেখলাম।

গতকাল চোখে পড়লো পত্রিকার কয়েকটা শিরোনাম। চামেলী নামের ক্ষমতাবান এক নারীকে “সাময়িক বহিষ্কার” করা হয়েছে। যেকোনো ঘটনা ধামাচাপা দিতে কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি এড়াতে এই সাময়িক বহিষ্কার কিংবা বরখাস্ত সংস্কৃতি আমাদের সমাজে বহুদিন থেকেই চলছে। গণমাধ্যম কিংবা জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এই সংস্কৃতির জুড়ি নেই।

আমাদের এই দেশে চামেলী গোছের চরিত্রের আনাগোনা নতুন কোনো ঘটনা নয়। বহুযুগ আগে থেকেই এসব চলছে। আশির দশকে সামরিক শাসক হোসেন মুহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের পর ওনার চারপাশে অসংখ্য “চামেলী”র আনাগোনা ছিলো। ব্যাংকার চৌধুরী বদরুদ্দিনের স্ত্রী থেকে শুরু করে অনেকের স্ত্রীকেই তিনি ক্ষমতার জোরে ছিনিয়ে নিয়ে নিজের রক্ষিতা করেছেন। আবার অনেক নারী এমনকি বিনোদন জগতের নামকরা কেউকেউ নিজেদের ইচ্ছাতেই এরশাদের সান্নিধ্যের স্বাদ চেখে বিত্তবান হয়েছেন। ঢাকার অভিজাত এলাকায় প্লট পেয়েছেন – বিদেশেও সম্পদ গড়েছেন। যদিও জেনারেল এরশাদের বিরুদ্ধে বিদেশে টাকা পাচার কিংবা সেখানে সম্পদ গড়ার কোনো প্রমাণ আজ অব্দি কেউ পায়নি। লিবিয়ার গাদ্দাফি থেকে শুরু করে ইরাকের সাদ্দাম হোসেন, এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব শাসকের সাথেই জেনারেল এরশাদের দারুণ সখ্যতা ছিলো। ওনারা সবাই এরশাদকে ইসলামের বন্ধু এবং বাংলাদেশের মতো সেক্যুলার রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার সিপাহসালার গণ্য করতেন। এরশাদ এক্ষেত্রে বেশকিছু পদক্ষেপও নিয়েছেন। যেমন, ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা, রবিবারের বদলে শুক্রবার সাপ্তাহিক ছুটি ইত্যাদি। কোনো অনারব মুসলিম রাষ্ট্র তখনও শুক্রবার সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নেয়ার সাহস করেনি। কারণ, পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থায় রবিবার দিনটাই সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হয় আসছে যুগের-পর-যুগ। এরশাদ সাহেবের ব্যক্তিগত জীবনে “চামেলী”-দের আনাগোনা না থাকলে ওনাকেই হয়তো বাংলাদেশের মানুষও ইসলামের সিপাহসালার হিসেবেই মেনে নিতেন।

আরব দেশের রাজা-বাদশাহ, যারা নিজেদের ইসলামের সেবক হিসেবেই প্রচারে ব্যস্ত ওনাদের প্রায় সবার জীবনেও নারীঘটিত কাজকারবার প্রায় প্রকাশ্যেই চলে। ওনারা পশ্চিমা দেশগুলোয় শতশত কোটি টাকা খরচ করে বিলাসী প্রাসাদ গড়েন। ওসব দেশে পা রাখার পর ওনাদের পরিবারের নারী সদস্যরা হিজাব-বোরকা ছুঁড়ে ফেলে পশ্চিমা কালচারের গা ভাসিয়ে দেন। পশ্চিমা দেশে আরব শাসকদের একেকটা বিলাসী মহল যেনো ঠিক হীরমন্ডিরই আধুনিক সংস্করণ।

সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি” ওয়েব সিরিজে খুব কৌশলে কিছু বিষয় দেখিয়েছেন। ওসব জায়গার সব নারী মুসলমান। ওনাদের খদ্দেররাও বিত্তবান মুসলিম নবাব, যারা বাহ্যত ব্রিটিশদের তাবেদার। এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট অবিভক্ত লাহোর। ওই হীরামন্ডিতে ব্রিটিশরাও যেতো, কিন্তু অমুসলিম কেউ যেতো না। অন্তত এই ওয়েব সিরিজের বার্তা এমনটাই। আরেকটা বিষয় দেখানো হয়েছে। হীরামন্ডির মুসলমান রক্ষিতাদের নবাবপত্নীরাও সম্মান করতেন। পরিবারগুলোর যুবকদের ওখানে পাঠানো হতো আদব-কায়দা শিখতে, নারীদের সম্মান করতে শিখতে। তারমানে, মুসলমান নবাব পরিবারগুলোয় রক্ষিতা, হীরামন্ডি, মদ ইত্যাদি খুব স্বাভাবিক বিষয় ছিলো। কারণ, ব্রিটিশদের সাথে ওঠা-বসার কারণে ওনাদের মাঝেও ওসব পশ্চিমা সংস্কৃতির সংক্রমণ ঘটে।

এখন আর নবাবী যুগও নেই, ব্রিটিশ শাসকরাও নেই। ব্রিটিশের গোলামীর শেকল থেকে আমরা মুক্ত হয়েছি বহু যুগ আগেই। এরই মাঝে একাত্তরের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। তারপরও, আমাদের সমাজে যারা নিজেদের অসাধারণ ভাবেন এবং বাকি সবাইকে সাধারণ জনগণ, ওই স্বঘোষিত এলিট শ্রেণী বা রাজনীতিবিদদের মাঝে আজও নবাবী ভাব আর খায়েশ অব্যাহত আছে। এই তো মাত্র কয়েক বছর আগেই বিএনপির শাসনকালে দলটির ক্ষমতাধর নেতা তারেক রহমান বিপুল টাকা খরচ করে ঢাকার অদূরে গড়ে তুলেছেন ‘খোয়াব’ নামের আরেক হীরামন্ডি, যেখানে সন্ধ্যা নামলেই আনাগোনা হতো দেশী-বিদেশী নারী, এমনকি নর্তকীদের। এসব কিন্তু কোনো রাখঢাক করে হয়নি। কারণ, ওই পলিটিক্যাল নবাবের চোখে আমরা সবাই – মানে সাধারণ জনগণ একেবারেই তুচ্ছতাচ্ছিল্যের বিষয়। আমরা ওনাদের ব্যক্তি চরিত্রের গোপন বিষয়গুলো জানলেও এতে ওই পলিটিক্যাল নবাবদের কোনোই সমস্যা নেই।

প্রায় সতেরো বছর যাবত পলিটিক্যাল এই নবাব লন্ডন শহরে বাস করছেন। এই শহরেই বিত্তবানদের সেবায় নিয়োজিত আছে লাল এলাকা কিংবা রেড এরিয়া। বহু হীরামন্ডির অবস্থিতি সেখানে। শুনেছি পলিটিক্যাল এই নবাবের দরবারে ওনার দাসতুল্য নেতা-সমর্থকরা এটাওটা নিয়ে হাজিরা দেন। গলদা চিংড়ি থেকে শুটকি মাছ, এমনকি বিভিন্ন জেলার বিখ্যাত নানা খাবার। লন্ডনেই আবার পলিটিক্যাল নবাবের অঘোষিত “খোয়াব”-এ আসা-যাওয়া করেন নানা বয়েসের ‘চামেলী’রা।ওসব করতে না পারলে পদ-পদবীর উন্নতি হয়না। পলিটিক্যাল নবাবের সুদৃষ্টিতে থাকা যায়না।

সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ ওয়েবসিরিজের রক্ষিতাদের সান্নিধ্য পেতে নবাবদের দুহাতে টাকা খরচ করতে হতো। কিন্তু আধুনিক যুগের পলিটিক্যাল নবাব-দের দরবারে নারীরা শুধু নিজেদের ইচ্ছায় ধর্ণাই দেননা, সেখানে যেতে হয় এটাওটা নিয়ে, সাথে নগদ-নারায়নও থাকতে হয়।

এই পলিটিক্যাল নবাবের দলের শীর্ষ এক নেতা গতকালই বলেছেন, “সরকারের দুঃশাসনে অতিষ্ঠ জনগণ”। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো না দেশে দুঃশাসন চলছে। তবে, নিত্য-প্রয়োজনীয় পণ্যের লাগামহীন অবস্থার সাথে পাল্লা দিয়ে জীবন যাত্রার ব্যয় যেভাবে বাড়ছে তাতে আমার মতো প্রায় সবার নাভিশ্বাস ওঠে গেছে। সেদিন অনুজপ্রতিম সঙ্গীত পরিচালক আলী আফতাব লনি’র পোষ্ট দেখে চমকে উঠলাম। তাঁর একমাসের বিদ্যুৎ বিল এসেছে উনিশ হাজার টাকা। আমাদের অফিসে অনেকগুলো এসির পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতি চলে দিনে অন্তত ৭-৯ ঘণ্টা। যদিও আমরা বাণিজ্যিক রেটে বিদ্যুৎ বিল দিই, তারপরও তো এতো বিল সাধারণত আসেনা! লনি’র বেলায় এমন কেনো ঘটলো? তিনি কি তাহলে সিষ্টেম লসে’র লোকশান পোষানোর বলির পাঁঠা? এভাবে কতো হাজার-হাজার মানুষ ক্রমাগত অন্যায় সইছেন এটা ভাবলেই মনের গভীরে তীব্র আতঙ্ক আর ক্ষোভ জেগে ওঠে।

আমাদের সমাজের স্বঘোষিত অসাধারণ লোকজন কিংবা পলিটিক্যাল নবাবরা ওনাদের যা ইচ্ছে হয় তা-ই করুন, এসব নিয়ে আমরা সাধারণ জনগণ টু-শব্দটি করবো না। আমাদের একটাই দাবি – নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অবিলম্বে আমাদের নাগালের মধ্যে আনুন। বিদ্যুৎ সেক্টরে সিষ্টেম লসের বলির পাঁঠা আমাদের বানাবেন না। শুধু এটুকুই আমাদের চাওয়া। আপনারা যতো খুশি “হীরামন্ডি”র নেশায় বুঁদ হয়ে থাকুন। যা মন চায় তা-ই করুন। আপনাদের ওই বিলাসিতার খেসারত যেনো আমাদের দিতে না হয় – প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির তাণ্ডবে কিংবা বিভিন্ন সেক্টরে লোকসানের বোঝা টেনে। আমরা সাধারণ মানুষ। আমাদের আয় আপনাদের মতো অসীম নয়।

 

সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক পুরস্কারপ্রাপ্ত জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক, কাউন্টারটেররিজম বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাবশালী ইংরেজি পত্রিকা ব্লিটজ-এর সম্পাদক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ