জমজমাট ডেস্ক
উরফি জাভেদ ও ওরিকে নিয়ে সামাজিক মাধ্যমে এখন চলছে প্রেমকাহিনি। বলিউডে তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই। তাদের মাঝে দেখা মাখোমাখো প্রেমকাহিনি। তারা যদি সত্যি সম্পর্কে জড়ান কিংবা বিয়ে করেন, তা হলে দেখতে কেমন হয়, এমন জল্পনায় পানি ঢাললেন স্বয়ং উরফি ও ওরি।
আনন্দবাজার সূত্রে জানা যায়, ১৪ জুন রাতে ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন এই দুই সেলিব্রিটি উরফি জাভেদ ও ওরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন। একসময় ওরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট।
তাদের এই কেমিও রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন- ‘আপনারা কি বিয়ে করবেন? সে প্রশ্নের উত্তরে ওরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। নিজের স্বীকারোক্তি জানিয়ে ওরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’
এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। উরফি আর ওরির জুটি মনে ধরেছে নেটবাসীদেরও। তারা নানা রকম কমেন্টস করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন— ‘তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। দুজনকে খুব মানিয়েছে।’ আরেকজনের লিখেছেন— ‘সত্যিই ঈশ্বর সবার জন্য একজন সঙ্গী ঠিক করে রাখেন। এই হলো সেরা জুটি।’
Leave a Reply