সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

পুরোনো ছবি নিয়ে কটাক্ষের শিকার নোরা ফাতেহি!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডের গ্ল্যামার ড্যান্স কুইন নোরা ফাতেহি। কেরিয়ারের শুরু থেকেই তাঁকে হতে হয়েছে ভিন্ন-ভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি। শুরুতে অনেকেই নোরাকে উপদেশ দিয়েছিলেন আইটেম ডান্সের প্রস্তাব না গ্রহণ করার জন্য। বলেছিলো আইটেম গার্ল হলে কোনদিন অভিনেত্রী হতে পারবেন না।

নোরাকে কটাক্ষের শিকারও কম হতে হয়নি। কখনও তাঁর নাচ, কখনও তাঁর লুক, কখনও উঠছে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ, কখনও আবার পাল্টে যাওয়া শারীরীক গঠন নিয়েও প্রশ্ন উঠেছে।

নোরা যদিও এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলায় বিশ্বাসী নন তিনি। তাই নিজের ট্যালেন্ট উপস্থাপন করতে যা যা করতে হয়, তিনি সেই সব সুযোগই কাজে লাগিয়েছিলেন। বলিউডে রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন । দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ফাতেহির। আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এলো অন্য ছবি। নোরা ফাতেহির প্রথমদিকের লুক। অনেকেই জানেন, বলিউডের অন্দরমহলে নোরা ফাতেহি ও প্রিন্স নারুলার প্রেম নিত্যদিন চর্চায় থাকে। এই জুটির একাধিক ছবি থেকে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না তাদের।

তবে এই জুটি যতবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, ততবারই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তারা। তাঁদের মধ্যে আসলেই কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। কিছু বছর আগেও নোরা যেমন দেখতে ছিল, এখন তার থেকে আকাশপাতাল তফাত। আর তা দেখেই নেটিজেনদের একজন কটাক্ষ করে মন্তব্য করলেন,‘৩০০ অপারেশনের আগে’ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরার সেই সকল পুরোনো ছবি থেকে ভিডিও যখনই মাঝে মধ্যেই সামনে উঠে আসে, তখনই নেটদুনিয়াতে অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হতে হয় নোরাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ