রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!

ফার্স্ট ডে ফার্স্ট শো’য়ে ঝড় তুললো প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

প্রতীক্ষার বাঁধ ভেঙেছে অনুরাগীদের ৷ ভারত জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে পোস্টারে দেওয়া হয়েছে বিশাল মালা ৷ বাজনার তালে চলছে নাচ ৷ তাঁরা এলেন, দেখলেন আর কাঁপালেন বক্সঅফিস ৷ মুক্তি পেল প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও শাশ্বত চট্টপোধ্যায় অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ৷

ইতিমধ্যেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে যারা এই ছবি দেখে নিয়েছেন, তাঁদের রিভিউ দেখেই স্পষ্ট নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছে নাগ অশ্বিনের ছবি ৷ছবির ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক সকলের অভিনয় দেখে মুগ্ধ অনুরাগী থেকে নেটিজেনরা ৷

ইটিভিভারত সূত্র মতে:২৭জুন প্রথম শো রাখা হয়েছিল ভোর চারটের সময় ৷ আর ফার্স্ট শোতেই হাউসফুল প্রভাসের ‘কল্কি’ ৷ মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি থ্রিলারে ভরপুর ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেক অনুরাগী আবার প্রেক্ষাগৃহে বসেই ছবি দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷

বাহুবলি তারকার প্রশংসা করে একজন লিখেছেন, “কল্কি ২৮৯৮ এডি আইম্যাক্সে দেখলাম ৷ প্রভাসের স্ক্রিন প্রেজেন্স ও অমিতাভ বচ্চনের অভিনয় মুগ্ধ করেছে ৷ ছবির চিত্রনাট্য দারুণ ৷ অপেক্ষা করতে হবে ছবির পরবর্তী সিক্যুয়েলের জন্য ৷ তবে নাগ অশ্বিনের পরিচালনা আরও ভাল হলে খুশি হতাম ৷”

আর এক নেটিজেন লিখেছেন, “ইন্টারভেলের প্রথম পার্টটা বেশ টানটান ৷ প্রভাসের চরিত্র আলাদা করে নজর কেড়েছে ৷ তার চরিত্রটিও ছিলো মজাদার ৷ ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষায় রয়েছি ৷ সাইন্স-ফিকশন ছবি হিসাবে ভিজ্যুয়াল ইফেক্ট দুর্ধর্ষ ৷ প্রভাস ও অমিতাভ বচ্চনের অ্যাকশন দৃশ্য অসাধারণ ৷ পুরো মাথা ঘুড়ে যাবে ৷”

অন্য এক অনুরাগী লিখেছেন, “মাইথোলজির প্রেক্ষাপটে সাইন্স ফিকশন ছবিকে পর্দায় তুলে ধরা দারুণ ভাবনা ৷ ছবির টিম খুব ভালো কাজ করেছে ৷ ছবিতে যে সকল বিল্ডিং দেখানো হয়েছে, সিজিআই, গল্প বলার ধরন ও মিউজিক এককথায় অনবদ্য ৷ গায়ে কাঁটা দেয় যখন পর্দায় অমিতাভ বচ্চন এন্ট্রি নেয় ৷ প্রভাস এক কথায় অসাধারণ ৷ দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম ৷”

আপাতত, দর্শক ও অনুরাগীদের রিভিউ শুনে বোঝাই যাচ্ছে কল্কি জার্নি এখানেই শেয় নয় ৷ অপেক্ষা করতে হবে ছবির দ্বিতীয় ভাগের জন্য ৷ ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন বিজয় দেবড়েকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন দিশা পাটানি, কমল হাসান, রাণা ডাগ্গাবাটি, কীর্তি সুরেশ ও বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ এখনও যদি ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখে না থাকেন, তাহলে এই উইকএন্ডে প্ল্যান করে ফেলুন চটপট ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ