জমজমাট ডেস্ক
লন্ডনের একটি নাইটক্লাবের পার্টিতে শাহরুক কণ্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়,খুবই অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন সুহানা ও অগস্ত্যা। নাইটক্লাবের কোণায় রাখা এক সোফাতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাদের।
শাহরুখ কণ্যা সুহানা দ্যা আর্চিস ছবির মাধ্যমে নিজের অভিষেক ঘটিয়েছেন বলিপাড়ায়। যদিও, তাঁর অভিনয় একেবারেই মন জয় করেনি কারওর। উল্টো কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। নেপো কিড হিসেবে তকমাও পেয়েছেন তিনি। কিন্তু, সুহানা অভিনয়ের পাশাপাশি নানা ধরনের বিজ্ঞাপন করেন।
প্রসঙ্গত, বিটাউনে এখন কান পাতলেই সম্পর্কের গুঞ্জন! তারকাজুটি তো বটেই আবার প্রেমের হাওয়া এখন তারকা সন্তানদের মধ্যেও। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত ‘বন্ধুত্ব’ অগস্ত্য-সুহানার। দুই তারকা সন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় হয়েছে যে, এখন তা প্রেমে পরিণত হয়েছে। তবে তারা প্রকাশ্যে এই প্রেম স্বীকার না করলেও গোপনে নজরে পড়েছে সবার।
কেউ কেউ তো তাদের মধ্যে কী চলছে এটাও বোঝার চেষ্টা করেছেন। কিন্তু এতই অন্ধকার এবং ধোঁয়া যে দেখাই সম্ভব হয়নি। আবার কেউ কেউ এমনও বলেছেন, এত আড়ালে দাঁড়িয়ে ছিলেন যে কী করছেন কিছুই বোঝা যাচ্ছে না। তবে, এটুকু পরিষ্কার সুহানাকে কিছু একটা দেখাতে চাইছিলেন অগস্ত্য।
কিন্তু সুহানা নিজের খেয়ালে মত্ত। তিনি দিব্যি নেচে চলেছেন। জানা গেছে সেই সময় লন্ডনের একটি ক্লাবেই মত্ত ছিলেন দুই উঠতি তারকা। উল্লেখ্য, অনেকদিন যাবৎ সুহানা এবং অগস্ত্যকে নিয়ে চর্চা চলছে বলিপাড়ায়। অন্যদিকে শাহরুখ পুত্র আরিয়ান এবং অনন্যাও একসময় চর্চায় ছিলেন।
Leave a Reply