বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

বক্স অফিসে ঝড়, ‘কল্কি’ সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছেন তারকারা?

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তা ছাড়া আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন।

সিনেমাটি তৈরিতে করতে খরচ হয়েছে ৬০০ কোটি টাকা। এটিই এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। মুক্তির আগেই পুরো দেশে ১৯ লাখ টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকেই বক্স অফিসে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

(২৭ জুন) বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ১৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, কল্কি ২৮৯৮ এডি ভারতীয় বক্স অফিসে দ্বিতীয় দিনে ৫৪ কোটির মতো আয় করেছে। যার মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার আয় এসেছে তেলুগু ভার্সন থেকে। হিন্দিতে সিনেমাটি ২২ কোটি ৫০ লাখ আয় করেছে। কিন্তু এ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুসারে, এ সিনেমায় ‘ভৈরব’ ও ‘কর্ন’ চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। এ দুটো চরিত্র রূপায়ন করতে ৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১২ কোটি ৭৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো দীপিকা পাড়ুকোনের। তার চরিত্রের নাম সুমাথি। চরিত্রটির জন্য দীপিকা নিয়েছেন ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ১৯ লাখ টাকার বেশি)।

এ সিনেমায় অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ‘অশ্বত্থমা’ চরিত্রে। তিনি পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। কমল হাসানের চরিত্রের নাম সুপ্রিম ইয়াসকিন। তিনিও পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। রক্সি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। তাকে দিতে হয়েছে ২ কোটি রুপি।

হিন্দি, তেলেগু,মালায়ালাম, কন্নড়,তামিল,ইংরেজি ভাষায় মুক্তি দেওয়া হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। এ সিনেমায় আরো অভিনয় করেছেন— ব্রহ্মানন্দম, কীর্তি সুরেশ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটির ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি, বিজয় দেবরকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, রাম গোপাল ভার্মা, মালবিকা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ