শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!

সদ্যোজাত ছেলেকে দেখে ভেবেছিলাম…কী ভয়ঙ্কর মানুষ আমি!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডের একজন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা নানা পাটেকর। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পেয়েছেন একাধিকবার জাতীয় পুরস্কার। নিজের অভিনয়ের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে বলিউডে আলাদা জায়গা করে নিয়েছেন। আবার পড়েছেন অনেক বিতর্কের মধ্যেও। কমেডি, খলনায়ক সবক্ষেত্রেই তিনি পারফেক্ট। আবার বদমেজাজী অভিনেতা হিসাবে বদনামও রয়েছে তার। তবে কেন এত রেগে যান? এই রাগের অন্য কোনও কারণ রয়েছে কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়েই খোলামেলা কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর।

সাক্ষাৎকারে নানা পাটেকর উল্লেখ করেন যে তিনি হয়ত এই মেজাজ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। আবার এমনও হতে পারে যে মায়ের থেকে অবহেলা পেয়েই হয়ত তিনি এত বদমেজাজী হয়ে উঠেছিলেন। নানার কথায়, তাঁর মা তাঁকে রোজ মারধর করতেন, অথচ সেকারণে তাঁর কখনও কোন অনুশোচনা ছিল না। এমনকি যখন মায়ের বড় ছেলে (নানার বড় ভাই) একটা বিল্ডিং থেকে পড়ে কৈশোরেই মারা যায়, তখনও মায়ের কোনও অনুভূতি দেখি নি।’

এখানেই শেষ নয়, মাত্র ২ বছর বয়সি নিজের সন্তানকে হারিয়েছিলেন নানা পাটেকর। একাধিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছিল নানার সেই ছেলে। তবে এক্ষেত্রে নানা নিজের মানসিকতাকে একজন কুৎসিত বাবা হওয়ার তকমা দিয়েছেন। নানার কথায়, ‘আমার বড় ছেলে ঠোঁট কাটা , তালু ফাটা নিয়ে জন্ম নিয়েছিল। ওর এক চোখ দিয়ে দেখতেও অসুবিধা হত। তবে সেই ছেলের জন্মের পর আমি যখন ওকে প্রথমবার দেখি, তখন আমার মনে হয়েছিল, ‘এ-কেমন দেখতে! লোকজন একে দেখে আমায় কী
বলবে! ভাবুন তাহলে আমি কী ভয়ংকর মানুষ। লোকে কী বলবে, আমার মাথায় সেই চিন্তাই প্রথম এসেছিল।’

নানা পাটেকর জানান, তাঁর ছেলের নাম ‘ক্রুদ্ধ ঋষি’, দুর্বাসা মুনির নামে রাখা হয়েছিল। নানার কথায়, ‘ও যখন মারা গেল তখন ওর বয়স আড়াই বছর। ওর মৃত্যু আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি কাঁদি নি, এক ফোঁটাও চোখের জলও ফেলিনি, তবে আমার কষ্টটা কাউকে বুঝতে দিইনি। সেই দুঃখ ভুলতে ধূমপানে আসক্ত হয়ে পড়ি। দিনে ৬০টা সিগারেটের প্রয়োজন হত আমার। এমকি স্নানের সময়েও সিগারেট খেতাম। তবে আমি কখনও মদ খাইনি। কারণ মনে হত দুর্গন্ধের কারণে আমার গাড়িতে কেউ বসবে না। ’

নানা বলেন, বছরের পর বছর একসঙ্গে না থাকা সত্তেও আমি আমর বৃদ্ধ মায়ের জীবনযাপনে যত্ন নিয়েছি। নানার কথায়, তিনি অতীতের সব খারাপ অভ্যাসই ত্যাগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ