জমজমাট ডেস্ক
চলছে জমকালো বিয়ের অনুষ্ঠান। আম্বানী পরিবারের বিয়ে বলে কথা। বলিউডের সব রথী-মহারথীরা হাজির সেখানে। এ দিন জিয়ো ওয়ার্লড কনভেনশন সেন্টারে বসেছিল বিবাহ আসর, সেই উপলক্ষ্যে তারকাদের সমাগম। বিয়ের আসরে প্রবেশ করেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন প্রায় প্রত্যেক তারকাই।
তবে অম্বানি পরিবারের অনুষ্ঠানে ফের যেন প্রকাশ্যে চলে এল সেই ভাঙনের জল্পনাই। একই সন্ধায়, একই অনুষ্ঠানে এলেও এক ফ্রেমে ধরা দিলেন না বচ্চন পরিবার ও ঐশ্বর্য্য-আরাধ্যা। নতুন করে ভাঙন নাকি কখনও সম্পর্ক ঠিক হয়ইনি অভিষেক-ঐশ্বর্য্যর মধ্যে? যেন ফের একবার এই ফ্রেম উস্কে দিল বিচ্ছেদের জল্পনা। তাঁরা এলেন একই অনুষ্ঠানে, কিন্তু একসঙ্গে থাকলেন না ফ্রেমবন্দি হলেন বটে, কিন্তু একসঙ্গে নয়।
বচ্চন পরিবারের সদস্যরা একসঙ্গে প্রবেশ করেন এই গ্র্যান্ড ওয়েডিং-এ,অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সুখী পরিবারের ‘পিকচার পারফেক্ট ফ্রেম’। কিন্তু কোথায় ঐশ্বর্যা ও তাঁর মেয়ে আরাধ্যা?
বহু দিন ধরেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। বলিউডে গুঞ্জন, বচ্চন পরিবারে নাকি অশান্তি চলছে। ঐশ্বর্যা-অভিষেকের সম্পর্কেও নাকি চিঁড় ধরেছে। যদিও, বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে শুক্রবার অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই স্পষ্ট হয়ে গেল অনেক কিছু।
আলাদা ভাবে, মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বর্যা। মা-মেয়ে একসঙ্গে ছবি তোলেন। একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বচ্চন পরিবারের কারও সঙ্গেই কথা বলতে দেখা যায়নি ঐশ্বর্যা বা আরাধ্যাকে। আর এর থেকেই সম্পর্কে ভাঙন ধরার জল্পনা যেন আরও স্পষ্ট হয়ে যায়।
সম্প্রতি জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন ও ছেলে অভিষেকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছে। ওই দিনও তাঁদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যা বা আরাধ্যাকে। গত বছরই অমিতাভ বচ্চন তাঁর ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ে শ্বেতাকে লিখে দেন। শোনা যায়. তারপর থেকেই বাচ্চনদের বাড়ি ছেড়ে ঐশ্বর্য রাই মেয়ে আরাধ্যাকে নিয়ে তাঁর মায়ের বাড়ী থাকতে শুরু করে।
Leave a Reply