জমজমাট ডেস্ক
বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তার ছোট ছেলের বিয়ে বলে কথা। এখন পুরো সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্র বিন্দুই যেন আম্বানদের বিয়ে নিয়ে। হলিউড, বলিউড, রাজনৈতিক ব্যক্তি সবাইকে এক ছাদের নিচে হাজির করেছে আম্বানি পরিবার। এদিকে বরপক্ষের বন্ধুদের বিশেষ উপহার দিলেন আম্বানিরা। অনন্ত ও রাধিকার বিয়েতে বিলাসবহুল ঘড়ি পেলেন শাহরুখ-রণবীররা।
অনন্ত আম্বানি তার বরযাত্রীতে সামিল হওয়া বন্ধুদের ২ কোটি মূল্যের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন বলে জানা গিয়েছে। একটি রেডডিট পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে অনন্ত রয়্যাল ওক পারপেচুয়ালের ক্যালেন্ডার লুমিনারি সংস্করণ নামে পরিচিত ২৫টি সীমিত সংস্করণ অডেমারস পিগুয়েট টাইমপিস কিনেছেন। আর সৌভাগ্যবান প্রাপকদের মধ্যে নাম রয়েছে বিখ্যাত ব্যক্তিত্ব যেমন শাহরুখ খান , রণবীর সিং , শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, এবং মিজান জাফরিদের।
১৮ ক্যারেটের রোজ গোল্ডে তৈরি এই ঘড়ি কিনতে আম্বানিদের পকেট থেকে খসেছে ৫০ কোটির কাছাকাছি। যদিও তাঁদের কাছে এই অর্থ নামমাত্রই। ভারতের বিজনেস আইকন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি বরাবরই ঘড়ির প্রতি বিশেষ দুর্বল। প্যাটেক ফিলিপ থেকে শুরু করে রিচার্ড মিলের কালকেশন, সবই আছে তাঁর ঝুলিতে। কদিন আগে ১২ কোটি ৫৩ লাখ টাকা দামের রিচার্ড মিল ব্র্যান্ডের ঘড়ি দেখা গিয়েছিল অনন্তের হাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট (ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে) ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়। আর এই বিয়েতে বরের বন্ধুদের জন্য বিশেষ উপহার দেওয়া হয়েছে আম্বানি পরিবারের তরফ থেকে।
Leave a Reply