জমজমাট ডেস্ক
বলিউডের জনপ্রিয় নায়িকা সারা আলি খান। স্টারকিড খ্যাত এই নায়িকা সম্প্রতি সমালোচনার জন্ম দিয়েছে। যার মাসুল দিতি হচ্ছে তাকে। আম্বানীদের বিয়েবাড়ির ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠানে মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী সারা আলি খান।
আম্বানীদের বিয়ে মানেই চোখধাঁধানো সব দামি দামি পোশাক। তেমনই সব গয়নার প্রদর্শন। কেউ পরেছেন মোগল আমলের গয়না, কেউ আবার হিরে দিয়ে বাজিমাত করেছেন। পোশাকের ক্ষেত্রেও তাই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, কারও পরনে আবার তরুণ তহেলিয়ানির লেহেঙ্গা। কনে নিজে অবশ্য সেজেছিলেন আবু জানি সন্দীপ খোসলার লেহেঙ্গায়। এমন সব খ্যাতনামী পোশাক শিল্পীদের মাঝে সারা বেছে নেন পাকিস্তানের পোশাক শিল্পীকে।
সারা আলি খানকে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে। ৫ জুলাই আম্বানীদের বাড়ির সঙ্গীতের অনুষ্ঠান থেকে শুরু করে রবিবার ‘মঙ্গল অনুষ্ঠানে’- সঙ্গে ভাইকে নিয়েই হাজির হয় সারা। প্রায় প্রতিটি দিনই নতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন এই নায়িকা। কিন্তু ‘শুভ আশীর্বাদ’-এর অনুষ্ঠানে অবশ্য মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী।
অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দু’দিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সাজেন সারা আলি খান। সেই ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকাপ শিল্পী সকলের কথা উল্লেখ করলেও পোশাক শিল্পী ইকবালকে নিয়ে একটা শব্দও লেখেননি সারা।
সেই কারণে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে উঠেছে নিন্দার ঝড়। কেউ লিখেছেন, ‘‘শিল্পীকে তাঁর শিল্পের সম্মানটা দেওয়া উচিত, সে তিনি যে দেশেরই হোন না কেন।’’ অন্য আর এক জন লেখেন, ‘‘যাঁর নকশা করা পোশাক পরেছেন, সেই শিল্পীর নামই জানেন না।’’ এক গুচ্ছ অভিযোগ সারার বিরুদ্ধে। যদিও সারা কিংবা পোশাকশিল্পী ইকবাল— কেউই এই বিষয়ে কোন কথা বলেননি এখনও।
Leave a Reply