দীর্ঘ বিরতি কাটিয়ে ছন্দে ফিরছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘ এক বছর ধরে উপভোগ করেছেন মাতৃত্ব। পাঁচ মাস আগে পুত্র সন্তানের মা হয়েছেন। তার পরেই করোনা সংক্রমণ! রানে এবং মল্লিক পরিবারকে রেহাই দেয়নি কোভিড। সব বাধা পেরিয়ে আবার কাজের দুনিয়ায় ফিরলেন তিনি।
এদিকে, কাজে ফেরার জন্য নিজের ফিটনেসও ঠিক করে নিচ্ছেন। শরীর শেপে আনতে করছেন জুম্বা প্র্যাকটিস। এ ছাড়া যোগা, জগিং তো রয়েছেই। ফিটনেস ট্রেনিংয়ের ছবি পোস্ট করে কোয়েল ফাঁস করেছেন আরো একটি রহস্য ‘বরের ওয়ার্ড্রোব’ থেকে টিশার্ট ধার করে পরার মজাই আলাদা! প্রায় এক বছরেরও বেশি সময় পরে ফিটনেস রুটিনে ফিরলাম।
২৮ অক্টোবর তিনি ভার্চুয়াল উদ্বোধক উত্তর আমেরিকার শিকাগো শহরের ‘ছবিঘর’ স্বেচ্ছ্বাসেবী আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসবের। কলকাতায় উপস্থিত থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বাদ নেওয়ার সুযোগ হয় না বহু প্রবাসী বাঙালির। সেই সাধ মেটাতে ‘ছবিঘর’ এই প্রয়াস প্রথম বছরেই প্রশংসা কুড়িয়েছে। এ বছর অতিমারির কারণে পুরো উৎসবই অনলাইনে।
Leave a Reply