বৈশাখী টিভির অনলাইন আড্ডায় আজ ৩ অক্টোবর, শনিবার অংশ নেবেন অভিনেতা শিশির আহমেদ। সমসাময়িক বিষয়সহ নানা বিষয় নিয়ে কথা বলবেন তিনি। বৈশাখী টিভির অনুষ্ঠান প্রধান আহসান কবিরের উপস্থাপনায় বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে বৈশাখী অনলাইন আড্ডা।
নিকোলাস হীরার প্রযোজনায় সরাসরি প্রচার হচ্ছে বৈশাখী টিভি ফেসবুক অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের সরাসরি এ অনুষ্ঠানে প্রতি পর্বে থাকছেন একজন অভিনেতা বা একজন কমেডিয়ান ও একজন সংগীত শিল্পী। গান আর ফানই অনুষ্ঠানের মূল উপজীব্য। আজ অংশ নেবেন সংগীতশিল্পী সাথী খান ও অভিনেতা শিশির আহমেদ।
অনুষ্ঠানটি নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘করোনাকালে মানসিক হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করা, ঘটনার সত্যতা তুলে ধরা এবং দর্শকদের বিনোদন দেয়াই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি বৈশাখী আড্ডা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
Leave a Reply