এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যস্ত আছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আর্শীবাদ’ ছবির শুটিং নিয়ে। তবে হঠাৎ এই ‘অগ্নিকন্যা’ বধূ সেজে হাজির হয়েছেন। তবে কি মাহি আবারও বিয়ে করছেন? মাঝে বিয়ে ভাঙার গল্প নিয়েও ছিলেন সমালোচনার মুখে। যদিও সেই সমালোচনা ঘুচিয়েছেন মাহি। সম্প্রতি অংশ নিয়েছেন ‘ব্রাইডাল ফেস্ট-২০২০’ অনুষ্ঠানে। আর এই ফেস্টে বউ সেজে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাহি।
সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত ফেন্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিতে এমবি অ্যাসোসিয়েটসের আয়োজনে বধূ বেসে হাজির হয়েছেন তিনি। অনুষ্ঠানটি স্পন্সর করেন মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল ইনস্টিটিউট বাই মাসুদ খান। অনুষ্ঠানে স্টাইলিং এবং কোরিওগ্রাফি করেছেন রাকিব বাবু।
ভিন্ন রকম এক অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত মাহি। তিনি বলেন, ‘দারুণ ও ইউনিক একটি আয়োজন। যা প্রশংসার দাবিদার। তাদের সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এমন অনষ্ঠান আরও হবে আশা রাখি। যাতে করে সত্যিকারের প্রতিভাগুলো বের হয়ে আসতে পারে।’
আয়োজক পক্ষ থেকে মাসুদ খান এবং বাবুল আক্তার বলেন, ‘সিজন ওয়ান এবং টু একটু স্বল্প পরিসরের মধ্যেই সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করেছি এর পরের সিজনগুলো ধারাবাহিকভাবে চলবে।’
Leave a Reply