শোবিজের প্রিয়মুখ আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ ও শ্যামল মওলা। সম্প্রতি জুটি হয়ে ‘শূন্য ঠিকানায়’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন। সরকার মিডিয়া নিবেদিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন লিটু করিম। এতে আরও অভিনয় করেছেন শিখা মৌ, আলভিকা সহ আরো অনেকে। আজ রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় নাটকটি প্রচার হবে।
নাটকের গল্প প্রসঙ্গে লিটু করিম বলেন, ‘একই গ্রামে বাস করে জহির ও রুবি। ছেলেবেলা থেকে একই সাথে বড় হয় দুজন। কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে কেউ বুঝতে পারেনি। রুবির বিয়ে হয়ে যায় একই গ্রামের মজিদ মিয়ার সাথে। রুবির বিয়ের পর জহির বুঝতে পারে রুবি ছাড়া তার জীবন অন্ধকার। সে বারবার রুবির মুখোমুখি দাড়ায় ফিরে পেতে চায় রুবিকে। গল্পের চলমান গতিতে পঙ্গু হয়ে ঘরে পরে থাকে মজিদ মিয়া। আশা করছি গল্পটি দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারবে।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকের গল্পটি একেবারে ব্যতিক্রমী। চরিত্রে রয়েছে ভিন্নতা। আশা করছি দর্শক নাটকটি দেখে আনন্দ পাবে।’
Leave a Reply