ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টেলিভিশন কাহিনীচিত্র ‘বিজয়া’ নির্মাণ করায় নির্মাতা আবু হায়াত মাহমুদ, গল্পকার শোয়েব চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে মন্দিরে নিয়ে বলি দেয়ার হুমকি দিয়েছে অরুপ বনিক সহ বেশ কয়েক জন ফেসবুক ব্যবহারকারী। এছাড়াও সনাতন ধর্ম ও ইসলাম বিরোধী একটি চক্র অশালীন মন্তব্য করে হত্যার হুমকি দেয়। ‘বিজয়া’ কাহিনীচিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ নাটকের মাধ্যমে ছয় মাসের শুটিং বিরতি কাটিয়ে কাজে ফিরলেন তিনি। এতে তিশার বিপরীতে অভিনয় করেছন ইরফান সাজ্জাদ। শুটিংয়ের কিছু স্থিরচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে পরিচালক আবু হায়াত মাহমুদ, নুসরাত ইমরোজ তিশা ও গল্পকার শোয়েব চৌধুরীকে হত্যার হুমকি দেয়।
নাটকটিতে অভিনয় করে তিশা জানান, ‘নাটকের গল্পটি অনেক চমৎকার ও চ্যালেঞ্জিং একটি চরিত্র। গল্পে শক্তিশালী সামাজিক বার্তা আছে।’ সুজাত শিমুল অভিনয় করে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘খুব পছন্দের একটি চরিত্র। এ ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। কিন্তু পাই কই? ধন্যবাদ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ও আবু হায়াত মাহমুদকে ভালো একটি কাজে রাখার জন্য। আশা করছি এ রকম ব্যতিক্রম গল্পের নাটক নির্মাণ করবে ক্রাউন।’
গল্পকার শোয়েব চৌধুরী বলেন, ‘শারদীয় দুর্গাপূজার বিশেষ নাটক বিজয়া-এর বিরুদ্ধে অকারণেই ক্ষোভ দেখাচ্ছে কিছু লোক। পুরো গল্পটা না জেনেই তারা অশালীন মন্তব্য করছে। আগে নাটকটি দেখুক তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করুক। সবাইকে বলছি, আগে নাটকটি দেখুন। তারপর আপনারাই অনুতপ্ত হবেন! আরেকটা কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বা এই নাটকের কাউকে হুমকি দিয়ে ফৌজদারী অপরাধ থেকে বিরত থাকুন। আমরা হুমকিদানকারীদের ছবি ও তথ্য সংগ্রহ করছি। সীমা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘দর্শকের জন্য নাটক নির্মাণ করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত ট্রেলারই প্রকাশ হয়নি তারা কিভাবে এখনই তাদের মতামত ব্যক্ত করেন বোধগম্য নই। আগে নাটকটি দেখুন তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করুন।’
এ প্রসঙ্গে জানতে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বিজয়া’ নিয়ে অশ্লীল মন্তব্যকারী এবং হত্যা হুমকিদানকারীর বিরুদ্ধে ক্রাউন কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। এরইমধ্যে বেশ কিছু অপরাধীর পরিচয় চিহ্নিত করা হয়েছে।
Leave a Reply