সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘বাদল হাওয়া দিনে’। মহসিনুল কাদিরের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন শারফিন আলম। এতে মডেল হয়েছেন মিথুন আহমেদ ও ছোঁয়া। লেলিনের চিত্রগ্রহণে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইকবাল রাজ।
মিথুন আহমেদ বলেন, ‘ভিন্ন রকমের একটি গানে মডেল হয়েছি। গানের কথাগুলো চমৎকার। খুব শীঘ্রই একটি ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হবে। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শকের ভালো লাগবে।’
Leave a Reply