সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘রাত যায় দিন আসে’। আগামীকাল (১৫ই অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান ‘পাম্মি মাল্টিমিডিয়া’র ব্যানারে ‘রাত যায় দিন আসে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে। গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। এতে মডেল হয়েছেন শিমুল খান রাজ ও ইসরাত জাহান। এম এইচ রিজভী’র ভিডিও পরিচালনায় রোমান্টিক এ গানটির কথা ও সুর করেছেন শাহজাহান মিয়া (পাবলু)। সংগীতায়োজনে ছিলেন ইফতেখার লেনিন।
গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে সংগীত শিল্পী মিলন বলেন, ‘অসাধারণ কথামালায় সাজানো এ গানটিতে কোথায় যেন একটা গভীর মায়া লুকিয়ে আছে। গানের কথার সাথে সামঞ্জস্য রেখে মনোরম লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটি দর্শক শ্রোতাদের মন জয় করবে আমার বিশ্বাস।’ শিমুল খান রাজ বলেন, ‘গানের সাথে মিল রেখে চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি দর্শক মিউজিক ভিডিও পছন্দ করবে।’ ইসরাত জাহান বলেন, ‘শিমুল এর সাথে মিউজিক ভিডিওতে রসায়ান ভালো ছিল। চমৎকার গানের কথামালা।’ রিজভী বলেন, ‘মিলন ভাই নি:সন্দেহে একজন গুণী শিল্পী। তার সাথে কাজ করতে পেরে আনন্দিত।’
Leave a Reply