শারদীয় দুর্গাপূর্জা উপলক্ষে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) মুক্তি পাওয়ার কথা ছিলো চিত্রতারকা শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। তবে শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে না। এ ছবি দিয়েই দীর্ঘ শুটিং বিরতির পর কাজে যোগ দেন শাকিব। এতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শবনম পারভীন, আনোয়ার সহ অনেকে। শুটিং, সম্পাদনা ও ডাবিংয়ের কাজও শেষ। ২৩ অক্টোবর ছবিটি মুক্তি দেয়া হবে ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। সে মোতাবেকই চলছিলো কাজ। কিন্তু শনিবার শাকিব ভক্তদের জন্য মন খারাপের খবরই দিলেন তিনি। ফেসবুকে লাইভে এসে জানালেন, শুটিং শেষ হলেও ছবিটি ২৩ অক্টোবর মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। কারণ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে। যা এখনও পরিপূরিভাবে প্রস্তুত নয়। যার কারণে থমকে গেল ‘নবাব এলএলবি’র মুক্তি।
এর আগে জানা যায়, ছবির দুটির গানের শুটিং বাকী। ১৬ অক্টোবর মালদ্বীপে গানের শুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিলো ‘নবাব এলএলবি’ টিমের। কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ, মাহির পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তা নবায়ন করতে দেওয়া হয়েছে। কিন্তু সঠিক সময়ের মধ্যে পাসপোর্ট না পাওয়ায় শুক্রবার ‘নবাব এলএলবি’র শুটিংয়ের জন্য মালদ্বীপে যাওয়া সম্ভব হয়নি। তাই আটকে যাচ্ছে ‘নবাব এলএলবি’র মুক্তি।
Leave a Reply