দেশের অন্যতম প্রাচীন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন মিউজিক এর ভাইস প্রেসিডেন্ট রাকিব উদ্দিন আহমেদকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়েছে। গত বেশ কিছুদিন যাবত তিনি ফুসফুসের সমস্যা নিয়ে মুগদা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গতকাল গভীর রাতে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে দ্রুত পিজি হাসপাতালে স্থানাতর করা হয়।
জমজমাটকে তার চিকিৎসকরা জানান, রাকিব উদ্দিন আহমেদ এর ফুসফুসে জটিল সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি তার ফুসফুসে পানি জমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী রাকিব আহমেদ ২০০৭ সাল থেকে ক্রাউন মিউজিকের সাথে জড়িত আছেন। রাকিব আহমেদের দ্রুত সুস্থতা কামনায় ক্রাউন মিউজিক ও তার পরিবার দোয়া চেয়েছেন।
Leave a Reply