এ প্রজন্মের অভিনেত্রী অনামিকা জুথি। বর্তমান ব্যস্ততা নাটক ঘিরে। সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। আজ বুধবার জুথি অভিনীত ফ্যাক্টর থ্রি সল্যুউশন এর পরিবেশনায় ইভ্যালি নিবেদিত চ্যানল নাইনে রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ম্যাডাম ডন’। রোমেল ইসতিয়াক এর গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন অপি আশরাফ। এতে অনামিকা জুথি ছাড়াও আরো অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সিয়াম নাসির, রোমেল ইসতিয়াক সহ আরো অনেকে। টিভিতে প্রচারের পর রাত ৯ টায় সিডি চয়েজ ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে। অনামিকা জুথি অভিনীত প্রচারের অপেক্ষায় আছে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত আবু হায়াত মাহমুদ পরিচালিত আলোচিত নাটক ‘বিজয়া’। ‘লালডা না কালাডা’, ‘মিশন বাসর ঘর’, ‘লও ঠ্যালা’ ও ‘গার্লস ট্যুর’। জুথি বর্তমানে কক্সবাজারে একটি গান চিত্রের শুটিংয়ে ব্যস্ত আছেন।
নাটকগুলো প্রসঙ্গে অনামিকা জুথি বলেন, প্রতিটি নাটকে দর্শক ব্যতিক্রম সব চরিত্রে দেখতে পাবে। দর্শক নাটকগুলো দেখে মজা পাবে। পাশাপাশি থাকবে কিছু বার্তা। নায়িকা নয় একজন অভিনেত্রী হতে চাই। ব্যতিক্রম সব চরিত্রে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই। ছোটপর্দা কিংবা বড়পর্দা যে মাধ্যেমই হোক অভিনয়ের সুযোগ থাকতে হবে। যদিও এখন পর্যন্ত চলচ্চিত্রে কাজ করা হয়নি তবে ইচ্ছে আছে। ভালো চলচ্চিত্র ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। পাশাপাশি মিউজিক ভিডিও, ওয়েব সিরিজে কাজ করতে চাই।
Leave a Reply