দিনাজপুরের মেয়ে সংগীত শিল্পী মাহফুজা মমর রবিবার ছিল জন্মদিন। করোনার কারণে এবারের জন্মদিন পালন করার ইচ্ছে ছিল না তাঁর। তবে দীর্ঘ লকডাউন কাটিয়ে প্রিয়জনদের সাথে একটু সময় কাটানোর জন্য জন্মদিনে উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বেলাভিস্টা রেস্টুরেন্টে কাছের মানুষদের নিয়ে জন্মদিনের আয়োজন করেন মম। জমকালো আয়োজনের মাধ্যে দিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন তিনি।
মমর জন্মদিনে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী, সংগীত শিল্পী দিলরুবা খান, বেলী আফরোজ, তামান্না প্রমি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ইউসুফ, সময়, মডেল বারিশ হক, সোনিয়া খান, আলভী, বিকি, মো. ফাহিম ইসলাম দ্বীপ সহ আরও অনেকে। মাহফুজা মম নিজের সঙ্গীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাকির ফসল, স্বপ্ন, দাও ভালবাসা, আনার কলি, মন বুঝিস না তুই, ইচ্ছে ইত্যাদি। এসব গানের পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি। অডিও, প্লেব্যাক, স্টেজ শো এর বাইরে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত মিউজিক্যাল শো করেছেন স্টেজ মাতানো এই সঙ্গীত তারকা।
Leave a Reply